শিরোনাম

South east bank ad

পৃথক অভিযানে ৪৪৬ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

পৃথক অভিযানে ৪৪৬ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২

সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
এরইধারাবাহিকতায় গতকাল র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,মাদক ব্যবসায়ীদের একটি চক্রের সীমান্ত এলাকা হতে ট্রাক যোগে মাদকের একটি বড় চালান নিয়ে গাবতলী বেড়িবাধ রোড হয়ে আদাবর থানাএলাকার উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ মাদকের চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। ১৩/০৪/২০২১ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানী আদাবর থানাধীন আক্কাসনগর এলাকায় রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদককারবারী চক্রের সদস্য ক। মোঃ আজিম (৩৩),খ। মোঃ আল আমিন (২৮)দ্বয়কে গ্রেফতারকরে। প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তাদের দেয় তথ্য মতে ট্রাকের ড্রাইভার এর সিটের পিছনে ২টি প্লাষ্টিকের বস্তার ভিতরহতে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে র‌্যাব-২ এর অন্য একটি আভিযানিক দল ১৩/০৪/২০২১ তারিখ ২২.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদকব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেটকার যোগে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল এর একটি চালান নিয়ে রাজধানীর আসাদ গেইট হয়ে আল্লাহ করিম এলাকায় অজ্ঞাতনামা মাদকব্যবসায়ীর নিকট হস্তান্তরের উদ্দেশ্য আসছে। উক্ত সংবাদ এর সত্যতা যাচায়ে র‌্যাব-২ এর আভিযানিক দল অনুমান ২২.২০ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকায় পাকা রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করতে থাকে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামীক। মোঃ সাগর (৩২), খ। মোছাঃ রিমু আক্তার (২২)দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকারকরলেও পরবর্তীতে প্রাইভেটকারের পিছনের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে বিশেষভাবে লুকায়িত ১৯৮ বোতলনিষিদ্ধ মাদক ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: