১০০০০ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।