শিরোনাম

South east bank ad

কিশোরকে অত্যাচার : ম্যানেজারকে হাজারীবাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

কিশোরকে অত্যাচার : ম্যানেজারকে হাজারীবাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স¦রূপ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে। র‌্যাব খুন,অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরইধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল রাজধানীর হাজারীবাগ থানাধীন মিতালী রোডস্থ হোল্ডিনং ১৭/এ এর সামনে হতে ঢাকায় চাকরি করতে আসা গাইবান্ধা জেলার সদর থানাধীন মোঃ আশরাফুল ইসলাম (১৮)কে টাকা চুরি করার অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মোঃমিজন খন্দকার (২৮)কে গ্রেফতার করে।

গত ৩১ মার্চ গাইবান্ধা জেলার সদর থানাধীন মোঃ আশরাফুল ইসলাম(১৮) তাদের প্রতিবেশী মোঃ রকিব এর মাধ্যমে ঢাকায় আসে চাকরি করার জন্য। ১ এপ্রিল ধানমন্ডিতে কিডস ফ্যাশন শো নামে একটি অনলাইন প্রতিষ্ঠানে স্টোরকিপার পদে চাকরি দেওয়া হয় মোঃ আশরাফুল ইসলামকে। ঐ দিনে প্রতিষ্ঠানের মালিক মোঃ আমির আব্বাস রোহিত তার ৮ হাজার টাকা চুরি হয়েছে বলে জানায়। গত ৫ এপ্রিল মোঃ আমির আব্বাস রোহিত এবং ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ মিজান খন্দকার মোঃ আশরাফুল ইসলাম এর উপর ৮ হাজার টাকা চুরির অভিযোগ এনে টানা নির্যাতন করতে থাকে। তারা প্লাস দিয়ে মোঃ আশরাফল ইসলামের আঙ্গুল চেপে ধরে এবং হকিস্টিক দিয়ে তাকে পেটায়। পরে শরীরে গরম পানি ঢেলে জোরপূর্বক চুরি করেছে মর্মে স্বীকারোক্তির ভিডিও ধারন করে। এছাড়াও তারা সাদা কাগজে তার স্বাক্ষর নেয়। পরবর্তীতে মোঃ আশরাফুল ইসলামের বড় ভাইকে ফোন করে বলে আপনার ভাই টাকা চুরি করেছে এবং ১৫ মিনিটের মধ্যে ৮,০০০/- টাকা বিকাশে না পাঠালে আপনার ভাইকে হত্যা করা হবে বলে হুমকী দেয়। মোঃ আশরাফুল ইসলামের বড় ভাই বিকাশে ৮ হাজার টাকা পাঠালে গাইবান্ধা অভিমুখী একটি মাইক্রোবাসে তারা মোঃ আশরাফুল ইসলাকে গাইবান্ধা পাঠিয়ে দেয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ কর্তৃক এর সাথে জড়িত বাকী সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: