র্যাব-৫ এর অভিযানে ১৩শ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার

র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে সম্প্রতি নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মাহমুদপুর গ্রামের মোঃ আব্দুল আজিজের খননকৃত পুকুর হইতে প্রায় ১৩শ শতকের পুরনো ১টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ (যার ওজন-৬০০ কেজি) উদ্ধার করা হয় এবং যার আনুমানিক মূল্য ১৫,০০,০০,০০০/- (পনের কোটি) টাকা।