শিরোনাম

South east bank ad

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫

কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ খায়রুল আমিন (৩৩) নামে রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

খায়রুল আমিন কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৯ এর বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল।

র‌্যাব জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রামু দক্ষিণ মিঠাছড়ি বনতলা মারিয়া স্টোরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও খায়রুল আমিন আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবাসহ খায়রুলকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: