৪৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭

ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ মো. জসীম উদ্দীনকে (২৮) আটক করেছে র্যাব-৭।
সোমবার (৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুর আফসার।
আটক মো. জসীম উদ্দীন একই উপজেলার হলুদিয়া এলাকার মো. সেলিমের ছেলে।
মিডিয়া অফিসার জানান, ভুজপুর থানার বাগানবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামি দীর্ঘদিন মাদক বেচাকেনা করে আসছে।
পরে মো. জসীম উদ্দীনকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।