বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও গাঁজা গাছ ধ্বংস করেছে র্যাব-৭

পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দূর্গম মাস্টার পাড়া পাহাড়ী এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও গাঁজা গাছ ধ্বংসসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন ০২নং দুল্ল্যাতলী ইউপির মাষ্টার পাড়া (হাজাছড়ি) সাকিনে উসাআং মার্মার বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২১ ইং তারিখ ১৬১৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র্যাব সদস্যরা আসামী
১। উসআং মার্মা (৫৯), পিতা- মৃত চিংহলা মার্মা, মাতা- মৃত আনিমা মার্মা, সাং- মাষ্টার পাড়া (হাজাছড়ি), ০৮নং ওয়ার্ড, ০২নং দুল্ল্যাতলী ইউপি, থানা- লক্ষীছড়ি, জেলা- খাগড়াছড়ি
২। চাইলাপ্রু মার্মা (৩৪), পিতা- কংচাই মার্মা, মাতা- চাম্পা মার্মা, সাং- রাংগাপানি, ০৫নং ওয়ার্ড, ০৪ নং তিনটহরী ইউপি, থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলাদেরকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে বাড়ির পাশে ০৫ (পাঁচ) শতাংশ তাদের চাষকৃত আবাদী জমিতে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা গাছ চাষাবাদ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে উক্ত আবাদী জমিতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫৫০ এর অধিক গাঁজার গাছ জব্দ করা হয়। ধারণা করা হয় উক্ত গাঁজার গাছ থেকে আনুমানিক ১৫০ থেকে ১৮০ কেজি গাঁজা প্রক্রিয়াজাত করা সম্ভব। অভিযান পরিচালনার স্থানটি দূর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এবং পরিবহনের ব্যবস্থা না থাকায় কিছু আলামত রেখে অবশিষ্ট গাঁজার গাছ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ২৯ (৩) ধারা মোতাবেক ধ্বংস করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ০৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে পাবর্ত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।