জুয়ার আসর হতে ২২ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪

এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২১ তারিখ অবৈধভাবে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজনের সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ ২০২১ তারিখ রাত ২১.৪০ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ০২ টি (১-১০)বোর্ড, ০১ টি ফোরজি ব্যানার, ০৪ সেট প্লেয়িং কার্ড, জুয়ার নগদ ২৬,৮৩৭/- টাকা এবং ০২ বোতল বিদেশী মদসহ ২২ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-
১। মোঃ নাসির উদ্দিন @ সুমন (৪৮), জেলা- কুমিল্লা।
২। মোঃ রুহুল আমিন (৪২), জেলা- ঢাকা।
৩। মোঃ আবু-হানিফ (৫০), জেলা- শেরপুর।
৪। মোঃ আবুল হাসেম (৫৫), জেলা- গাজিপুর।
৫। মোঃ সেলিম রেজা (৪৮), জেলা- ঢাকা।
৬। মোঃ আবু সাঈদ (৪০), মানিকগঞ্জ।
৭। মোঃ ফয়সাল আহমেদ @ সুমন তালুকদার (৪২), জেলা- মাদারীপুর।
৮। মোঃ লৎফুর রহমান (৪২), জেলা- মুন্সিগঞ্জ।
৯। মোঃ জাহিদ (৩৪), জেলা- ঢাকা।
১০। লেলিন সৈকত জনি (৩০), জেলা- গাজিপুর।
১১। মোঃ বাবু মিয়া (৩২), জেলা- নারায়ণগঞ্জ।
১২। মোঃ আক্তার (৪৯), জেলা- ঢাকা।
১৩। মোঃ জাকির হেসেন (৪৬), জেলা- ঢাকা।
১৪। মোঃ মিলন হাওলাদার (২৩), জেলা- বাগেরহাট।
১৫। মোঃ মাজেদুর রহমান (৩২), জেলা- ময়মনসিংহ।
১৬। মাহামুদুল হাসান (৪৮), জেলা- জামালপুর।
১৭। সাত্তার (৩০), জেলা- টাঙ্গাইল।
১৮। মোঃ সায়েম খানঁ (৪০), জেলা- ঢাকা।
১৯। মোঃ মোবারক (৪৫), জেলা- বরিশাল।
২০। মোঃ রিয়াজ চৌধুরী (৩৫), জেলা- বরিশাল।
২১। মোঃ শাহ আলম (৪০), জেলা- সিরাজগঞ্জ।
২২। মোঃ আলমগীর (৫৫), জেলা- ঢাকা।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে র্যাব-৪ এর এরুপ জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।