৫ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ঃ ৬ বিদেশী পিস্তল, ১২ ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গতকাল অপারেশন পরিচালনা করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর থানাধীন পীরেরবাগ এবং সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ক্যাডার মোঃ সজিব কবিরাজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ হতে ৬ টি বিদেশী পিস্তল, ১২ টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ৬ টি হেমার, ৭ টি ব্যাটন (লাঠি), ৫০০০ পিস ইয়াবা, মাদক বিক্রিত নগদ-১,৬০,০০০/ টাকা, ১ টি মোটরসাইকেল ও ১ টি প্রাইভেটকারসহ নিন্মোক্ত ৫ জন অস্ত্রধারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
(ক) মোঃ সজিব কবিরাজ (৩১), জেলাঃ নারায়ণগঞ্জ।
(খ) কুমকুম আক্তার (২৫), জেলাঃ ঢাকা
(গ) মোঃ আরব আলী @ নয়ন (২৮), জেলাঃ বগুড়া।
(ঘ) মোঃ শাহীন (২৭), জেলাঃ শরীয়তপুর।
(ঙ) মোঃ মনজুর আলম (৩৪), জেলাঃ চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে অপারেশনের শুরুতে শ্যামলির একটি বাসা হতে সজিব কবিরাজ কে গ্রেফতার করা হয়, তার দেওয়া তথ্য মতে হেমায়েতপুরে তার নিজের তিনতলা সুরম্য বাড়ি আলমারির বিশেষ চেম্বার হতে তিনটি অস্ত্র, ৬ টি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ১০০০ পিস ইয়াবা, তার প্রাইভেট কার হতে ৫০০ পিস ইয়াবাসহ ড্রাইভার আরব আলী’কে গ্রেফতার করা হয় এবং তার ব্যক্তিগত মটর সাইকালের সিটের নিচ হতে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অতঃপর তার দেওয়া তথ্য মতে মিরপুরের পীরের বাগে অবস্থিত নিজ বাসার ২য় তলা হতে তার দেখানো মতে একটি ট্রাভেল ব্যাগ হতে ৩ টি বিদেশী পিস্তল, ০৬ টি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ১০০০ পিস ইয়াবা এবং ২য় তলার টর্চার সেল হতে ০৭ টি ব্যাটন (লাঠি), ০৬ টি হ্যামার উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য মতে খুচরা বিক্রেতা শাহীন’কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং কক্সবাজার হতে গোপনে রেকটামে লুকায়িত ২০০০ পিস ইয়াবাসহ মনজুরুলকে শ্যামলী হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সজিব কবিরাজ অষ্টম শ্রেণী পাশ করে জীবনের শুরুতে কবিরাজিপেশায় নিয়োজিত ছিল। পীরেরবাগ এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত। পরবর্তীতেসে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িয়ে পড়ে সরাসরি কক্সবাজার হতে ইয়াবা এবং যশোর হতে অস্ত্র মিরপুর ও হেমায়েতপুর এলাকায় শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে কুখ্যাতি লাভ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা একটি শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করত না এবং তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি করতো। এমনকি কোন খুচরা মাদক ব্যাবসায়ী টাকা পরিশোধ না করলে বা ক্যারিম্যান কাজ করতে না চাইলে বা তার কথামত না চললে তার নিজস্ব টর্চার সেলে ঝুলিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হতো। এর জন্য তার আলাদা ক্যাডার বাহিনী আছে বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সজিবের নামে বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে। আসামী অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী
সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে