সেনাবাহিনীতে ফিরে গেলেন র্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহকে ফিরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনীতে। এলিট ফোসর্টির উপ-পরিচালক মেজর হুসাইন মোহাম্মদ রইসুল আজম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (বৃহস্পতিবার) আশিক বিল্লাহ র্যাব থেকে বিদায় নিচ্ছেন। তিনি আগের কর্মস্থল সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করবেন সদরদপ্তরের কমিউনিকেশন এন্ড এমআইএস উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আশিক বিল্লাহ ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি র্যাব-২ এর অধিনায়কের দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান ছাড়াও মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরে বাংলা নগর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রশংসিত হন। এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা) পেয়েছেন র্যাবের এই কর্মকর্তা। তাছাড়া করোনার প্রাদুর্ভাবের শুরু পর নীরবে প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন।