শিরোনাম

South east bank ad

বিলাসবহুল এসি বাসে ৪৫ লাখ টাকার হেরোইনসহ চালককে আটক করেছে র‌্যাব-২

 প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

বিলাসবহুল এসি বাসে ৪৫ লাখ টাকার হেরোইনসহ চালককে আটক করেছে র‌্যাব-২

রাজধানীর দারুসালাম থানা এলাকা থেকে ৪২০ গ্রাম হেরোইনসহ মাসুদ করিম (৩৮) নামে এক বাসচালককে আটক করেছে র‌্যাব-২। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল এসি বাস জব্দ করা হয়।

গতকাল বুধবার (২৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুসসালাম এলাকার এশিয়া সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে জাগো বিষয়টি জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, গ্রামীণ ট্রাভেলসের এসি বাসে মাদক ব্যবসায়ীরা হেরোইন নিয়ে সীমান্ত এলাকা থেকে রাজধানীতে আসছে এমন সংবাদ পায় র্যাব-২। ওই সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাবের আভিযানিক দল রাজধানীর দারুসসালাম রোড এশিয়া সিনেমা হলের সামনে চেকপোস্ট বসায়। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে থামার জন্য সংকেত দেয়া হয়। এ সময় বাসচালক কৌশলে পালানোর চেষ্টা করে। পরে বাসচালক মাসুদ করিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে বাসে হেরোইন আছে বলে স্বীকার করে বাসচালক। তার দেয়া তথ্যমতে বাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার বাসচালক দীর্ঘদিন ধরে পরিবহন চালকের ছদ্মবেশে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করত। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে ও আইন-শৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হেরোইন পৌঁছানোর জন্য পরিবহন এসি বাস ব্যবহারের কৌশল অবলম্বন করে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: