টাঙ্গাইলে অবৈধ নকল ওষুধ মজুতকারীকে অর্থদন্ড দিয়েছে র্যাব-১২ এর ভ্রাম্যমান আদালত

বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের চাহিদা, বেড়েছে ক্রয়-বিক্রিয়। সে সাথে বেড়েছে অবৈধ নকল ওষুধ মজুতের সুযোগ। করোনা আতঙ্কে আতঙ্কিত মানুষদের বোকা বানানো হচ্ছে প্রতিনিয়ত। অবশেষে বিপুল পরিমাণ অবৈধ নকল ওষুধসহ ধরা পড়লেন র্যাব-১২ এর হাতে। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ ,২০২১) ঘন্টাব্যাপী টাঙ্গাইলের সদর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর অপারেশন টিম। এ সময় অবৈধ নকল ওষুধ মজুতের অভিযোগে ০১ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নার্গিস আকতার এবং জনাবা রানুয়ারা খাতুন দ্বয়ের আদালতে অবৈধ নকল ওষুধ মজুতের দায়ে ১ টি প্রতিষ্ঠানকে ১০০০০০/ টাকা জরিমানার আদেশ দেন।