লবণের ট্রাকে ইয়াবা : তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লবণভর্তি ট্রাক তল্লাশী করে সাত হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-মেহেদী হাসান (২৪), মো. হৃদয় শেখ (২৬) এবং তুহিন হোসেন (২৪)। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে এনে ঢাকা, নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। মূলত ট্রাক চালানোর ছদ্মবেশে তারা এটি করতেন। এ পেশার আড়ালে তারা মাদক ব্যবসা করতেন।
এদিকে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।