শিরোনাম

South east bank ad

১টি কষ্টিপাথরের মূর্তিসহ ০২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

১টি কষ্টিপাথরের মূর্তিসহ ০২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ অসাধু চোরাকারবারিদের নিকট থেকে চোরাইমাল উদ্ধার করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ০৯ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ১৬.১০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের ০১ টি কষ্টিপাথরের লক্ষী নারায়ণ/মহাদেব মূর্তি, ০৪ টি মোবাইল এবং নগদ ১৪,৭০০/- টাকাসহ নিম্নোক্ত ০২ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

(১) মিজানুর রহমান (৪০), জেলা- রাজবাড়ী।
(২) মোঃ শহিদুল ইসলাম (৪১), জেলা- পিরোজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা আরো জানায় যে, দীর্ঘদিন যাবত পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহোচরদের গ্রেফতারে র‌্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: