২৩৯ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ ১৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপে বিশেষ কৌশলে বহনকৃত ২৩৯ বোতল ফেন্সিডিলসহ নিম্নোক্ত ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
(১) মোঃ সোহেল হোসেন (২৭), জেলা- নোয়াখালী।
(২) মোঃ সাগর (২০), জেলা- হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে পিকআপের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
