র্যাব-১০ এর অভিযানে ২৬ জুয়াড়ি গ্রেপ্তার
ঢাকার উত্তর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এসব অভিযান চলে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তাররা হলো- মো. জামাল, গোকুল সরকার, ওমর ফারুক, মো. জিকু, আনোয়ার মোল্ল্যা, মো. হাকিম ও মতিউর রহমান। তাদের কাছে পাওয়া গেছে ১৫৬টি জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও ১৪ হাজার ৭৯০ টাকা। একই দিন রাত সাড়ে ৮টার দিকে র্যাবের অপর একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, কাজী আবদুল মালেক ও শহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫৬টি তাস, পাঁচটি মোবাইল ফোন ও ২৩ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।
রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার জুয়ার আসরে অভিযান চালিয়ে মো. কামাল, জাকির সিকদার, আল আমীন ও সুমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে পাওয়া গেছে ১০৪টি তাস, পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২৯০ টাকা। পরে রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- ইউসুফ শিকদার, হালিম মাতবর, ইয়ার আলী, সোহেল হাওলাদার, অহিদ খান, তপন মিয়া, ওয়াজকুরুনী ইসলাম, মিঠু মিয়া, জহিরুল ইসলাম, হাবিব চৌকিদার ও লিটন আলী। তাদের কাছে পাওয়া গেছে ২৬০টি তাস, ১১টি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি বেডশিট ও নগদ ৪৯ হাজার ১৪৪ টাকা।