শিরোনাম

South east bank ad

জুয়ার আসর হতে ৩০ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

জুয়ার আসর হতে ৩০ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি ২০২১ তারিখ রাত ১৯.৪৫ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮ টি মোবাইল এবং জুয়ার নগদ ৬,৭৭,৮৪৮/- টাকাসহ ৩০ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-

১। মোঃ আজাহারুল ইসলাম (৫২) জেলাঃ- ঢাকা
২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৬) জেলাঃ- ঢাকা
৩। মোঃ আখতার হোসেন (৪০) জেলাঃ- ঢাকা
৪। মোরশেদ আলম (৪৫) জেলাঃ- ঢাকা
৫। মোঃ মোয়াজ্জেম হোসেন (৪০) জেলাঃ- ঢাকা
৬। মোঃ মেহেদী (৫০) জেলাঃ- ঢাকা
৭। মোঃ আঃ সাদী (৫৮) জেলাঃ- ঢাকা
৮। মোঃ মিজানুর রহমান (৪৩) জেলাঃ- ঢাকা
৯। মোঃ ইসকান্দার আলী (৪৪) জেলাঃ- ঢাকা
১০। মোঃ রুহুল আমীন (৪৪) জেলাঃ- ঢাকা
১১। মোঃ মোজাম্মেল হক (৩৮) জেলাঃ- ঢাকা
১২। মোঃ জাকারিয়া (৫২) জেলাঃ- ঢাকা
১৩। মোঃ জারিব হোসেন খান (৪৪) জেলাঃ- বি-বাড়িয়া
১৪। মোঃ নাজিম উদ্দিন (৫৮) জেলাঃ- ঢাকা
১৫। আনোয়ারুজ্জামান (৩৭) জেলাঃ- ময়মনসিংহ
১৬। মোঃ ওমর শরীফ (৩৭) জেলাঃ- ঢাকা
১৭। মোঃ জাহাঙ্গীর আলম (৫১) জেলাঃ- ঢাকা
১৮। মোঃ ফাহিম হাওলাদার (৪২) জেলাঃ- পিরোজপুর
১৯। মোঃ লিয়াকত আলী (৫৩) জেলাঃ- পিরোজপুর
২০। মোঃ শওকত-উল-ইসলাম (৬১) জেলাঃ- মৌলভীবাজার
২১। শহিদুল ইসলাম (৫১) জেলাঃ- ঢাকা
২২। রেজাউর রহমান (৫৪) জেলাঃ- ঢাকা
২৩। জাকির হোসেন (৫০) জেলাঃ- ঢাকা
২৪। ইমতিয়াজ আহমেদ চৌধুরী (৪৬) জেলাঃ- ঢাকা
২৫। মোঃ হেলাল শেখ (৩৮) জেলাঃ- গোপালগঞ্জ
২৬। মকবুল হোসেন (৫৫) জেলাঃ- ঢাকা
২৭। ওমর ফারুক (৫৩) জেলাঃ- চাদপুর
২৮। মোঃ রিপন (৪৮) জেলাঃ- বরিশাল
২৯। মোঃ আবুল হোসেন (৬৩) জেলাঃ- ঢাকা
৩০। জহির উদ্দিন বাবু (৪৬) জেলাঃ- ঢাকা।

গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর এরুপ জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: