১৬০ বোতল বিদেশি মদ এবং ১১৬ ক্যান বিয়ারসহ ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২০২১ তারিখ ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, মাদক বিক্রিত নগদ-১,৬২,০৬০/- টাকা এবং ২২ টি মোবাইলসহ নিম্নোক্ত ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
১। মোঃ মোস্তফা কামাল (৩৯), জেলা-ময়মনসিংহ
২। মোঃ আনিসুল হক (৩৩), জেলা-নীলফামারী
৩। মোঃ মুর্তুজা (৫৬), জেলা-কুমিল্লা
৪। মোঃ আল আমিন তালুকদার (৩৩), জেলা- বাগেরহাট
৫। মোঃ স্বপন মিয়া (১৮), জেলা-নীলফামারী
৬। মোঃ মঈন শরিফ (২৫), জেলা-খুলনা
৭। মোঃ জাহাঙ্গির আলম (৫০), জেলা-রাজবাড়ী
৮। মোঃ আশরাফুল ইসলাম (২৮), জেলা- নীলফামারী
৯। মোঃ জাহেদুল ইসলাম (২৮), জেলা-ফরিদপুর
১০। মোঃ সাজেদুল ইসলাম (২৫), জেলা-নীলফামারী
১১। মোঃ তরিকুল ইসলাম (৩০), জেলা-মাগুরা
১২। মোঃ ওমর ফারুক (৩০), জেলা- ময়মনসিংহ
১৩। মোঃ কালাম (৪৮), জেলা- জামালপুর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের কৃত অপরাধ স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
