শিরোনাম

South east bank ad

পরিবহন শ্রমিকদের পাশে জেলা পুলিশ, টাঙ্গাইল

 প্রকাশ: ১৮ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

টাঙ্গাইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Image may contain: 4 people, people standing and outdoor
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সভাপতি মো. ইকবাল হোসেন, জেলা বাসমিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার প্রমুখ।
Image may contain: crowd and indoor
প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও এক লিটার তেল দেওয়া হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে পরিবহন শ্রমিকরা কষ্টে দিন পার করছেন। তাদের কষ্ট বুঝতে ও উপলব্ধি করতে পারায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করার উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় শনিবার সাত শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অবস্থা আরো দীর্ঘ হলে ভবিষ্যতে আরো সহায়তা করা হবে এবং শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: