শিরোনাম

South east bank ad

মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৭ স্কাফ সিরাপ, পাঁচ কেজি গাঁজা ও ৫৩০ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার মনিয়ন্দ ইউপির শিবনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে রুহুল আমিন ও নরসিংদীর আলমান মিয়ার স্ত্রী নিলুফা বেগম। 

আখাউড়া থানার ওসি মো.আসাদুল ইসলাম জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও স্কাফ সিরাপসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান তিনি। 

BBS cable ad

পুলিশ এর আরও খবর: