লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় হাফিজুর রহমান হাফিজ (৪২) নামের এক যুবকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই তাকে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, অস্ত্র মামলায় হাফিজ দোষী প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড ও চন্দ্রগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, ২০২১ সালের ৪ আগস্ট রাতে বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ওরফে কসাই হারুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরদিন নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছর ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেন। তার তথ্য অনুযায়ী বালাইশপুরের একটি বাগান থেকে একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছর ১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মিয়া আদালতে হাফিজের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।