শিরোনাম

South east bank ad

স্লিপার কোচে ইয়াবা পাচার, আটক ২

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

স্লিপার কোচে ইয়াবা পাচার, আটক ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের বিলাসবহুল স্লিপার কোচে অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ বাসের চালক এবং হেলপারকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রামু পানির ছড়া এরশাদ ফিলিং স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী বাসটিতে  অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাসের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আলীর ছেলে শুকুর আলী এবং তার সহযোগী টেকনাফের বরইতলীর আবুল কাশেমের ছেলে রফিক।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী বিলাসবহুল বাসে চালক এবং হেলপারের যোগসাজশে প্রতিনিয়ত ইয়াবা পাচার হয়- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: