শিরোনাম

South east bank ad

কক্সবাজারে এক কোটি ৩২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

কক্সবাজারে এক কোটি ৩২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কক্সবাজারের শহরের বাজারঘাটা এলাকা থেকে ৪৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪ ঘণ্টার অভিযানে শহরের নাপিতা পুকুরের পূর্ব পাশের একটি বসতঘরের ময়লার ডাস্টবিনে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।

গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ মহিউদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন। তবে তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে এই নেটওয়ার্কে আরো কারা সম্পৃক্ত আছে তা জানা যাবে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: