শিরোনাম

South east bank ad

ইয়াবা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই মেলেনি তার

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ইয়াবা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই মেলেনি তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু ফেনীর লালপুল এলাকায় এসে ধরা পড়তে হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই হাজার ইয়াবাসহ ধরা পড়েন এ যুবক। ২৮ বছর বয়সী এ যুবকের নাম মো. শফিক। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার ফরিদ আলমের ছেলে।

ফেনী মডেল থানায় ওসি মো. নিজাম উদ্দিন জানান,  কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বাসে ঢাকায় যাচ্ছিলেন এক যুবক- এমন সংবাদে সকালে সন্দেহভাজন বাসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় বাসযাত্রী শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে তার পকেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মো. আবু তাহের।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: