সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নবাগত পুলিশ সুপার নির্দেশে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ এর নেতৃত্বে সিরাজগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ২৮/০৮/২০২২ খ্রি. রাত্রী অনুমান ৩ ঘটিকায় কড্ডার মোড়ে অভিযান পরিচালনায় ভোর অনুমান ৪ ঘটিকায় মাদক ব্যবসায়ী অহিদ আলী নবীন (৩২) কে আটক করে তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১৩টি প্যাকেটে মোট ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা), ১ লিটার বিদেশী মদ উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করেন।
গ্রেফতারকৃত অহিদ আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক পাচারকারী অহিদ আলীর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। প্রায় সাত বছর যাবৎ সে মাদক পাচারের সাথে জড়িত। তার নামে ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং-এ বিস্তারিত জানান নবাগত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার)। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ এ মামলা রুজু হয়েছে।