সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ৯মে বৃহস্পতিবার সকালে বিভাগীয় সদর দপ্তরের বহুতল ভবনের নিচ তলার সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মে/২০২২ খ্রীঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে রেঞ্জাধীন জেলা সমূহের অপরাধ সংক্রান্ত সকল বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার, সুনামগঞ্জ, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, কমা্ন্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ ও পুলিশ সুপার, সিলেট অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি, মোঃ মাহমুদুর রহমান, পিপিএম, কমান্ড্যান্ট(পুলিশ সুপার), আরআরএফ সিলেট, মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হেমায়েতুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার)(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ, নূরুল ইসলাম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিলেট, মোঃ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, ফাল্গুনী পুরকায়স্থ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম- পুলিশ এর বিভিন্ন ইউনিট হতে আসা পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি প্রতিরোধ করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিট পুলিশিং সংক্রান্ত অপারেশনাল ম্যাপ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ দমন, মাদক এর ব্যাপারে শূন্য সংহিঞ্চুতা এবং কিশোর গ্যাং এর মাধ্যমে সংগঠিত অপরাধ নির্মূল করার জন্য সম্মানিত ডিআইজি দিক-নির্দেশনা প্রদান করেন।