গোয়াইনঘাটে ফেসবুক প্রতারনায় অপহরণকারীকে পটুয়াখালী থেকে গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেটের গোয়াইনঘাটে ২৫ মে এসএসসি পরীক্ষার্থী একটি মেয়ে অপহণের ঘটনায় ১জুন গোয়াইনঘাট থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। তাৎক্ষণিক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ভিকটিম উদ্ধার ও আপহরণকারীদের গ্রেফতারের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তারই প্রেক্ষিতে গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্বাবধানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান পটুয়াখালী জেলায় নিশ্চত হয়ে অদ্য গতকাল ৩জুন পটুয়াখালী জেলার দুমকি থানা পুলিশের সহায়তায় রাজাখালী গ্রামের হারুন মিয়ার পুত্র পারভেজ মিয়াকে গ্রেফতার পূর্বক ভিকটিমকে উদ্ধার করা হয়। এর আগে সিলেটের গোয়াইনঘাটের এক এএসএসসি পরীক্ষার্থী মেয়ের সহিত পারভেজ মিয়া নামের এক ব্যক্তির ফেসবুকে পরিচয় হয়। পরে ফেসবুক থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে কথা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন ২৫-০৫-২০২২খ্রিঃ বেলা অনুমান ০২.০০ ঘটিকার সময় ভিকটিম তার বাড়ীর সামনে রাস্তায় কাপড় চোপড় শুকানোর জন্য দিতে গেলে মোঃ পারভেজ মিয়া ভিকটিমকে ভাড়া করা একটি সিএনজি গাড়ীতে করে জাফলং বাজারের দিকে নিয়া যায়। পরবর্তীতে ভিকটিম কৌশলে একটি ইমু নম্বর থেকে তার মাকে ফোন করে মোঃ পারভেজ মিয়ার নাম ও ঠিকানা জানায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়াইনঘাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে পটুয়াখালী হতে গ্রেফতার করা হয়েছে।