রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ মে) সকাল ৬টা থেকে সোমবার (২২ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এ সময় আটকদের কাছ থেকে ৫ হাজার ৬৩০ পিস ইয়াবা, ৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন ও ১ হাজার ১২৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে।