ফেরিঘাট ও লঞ্চঘাটে নিরাপদে যাত্রী পারাপারে মানিকগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ রোববার (২৪ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে নিরাপদে যাত্রী পারাপারের লক্ষ্যে পাটুরিয়া ঘাটস্থ “পদ্মা রিভারভিউ ”এর হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
এসময় সেখানে মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসক, মানিকগঞ্জ, বিআইডাব্লিউ টিএ এর কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ।