“হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন”

পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং নিরাপদে পরিবারের নিকট ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহী হেলমেট পরিধান করুন। “হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য ২১/০৪/২০২২ খ্রিঃ তারিখ জেলা পুলিশ পটুয়াখালী, মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিতকল্পে র্যালি এবং ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়। উক্ত র্যালি ও ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, পিপিএম স্যার। আরও উপস্থিত ছিলেন জনাব আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পটুয়াখালী ও টিআই (প্রশাসন) সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।