বিরামপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দিনাজপুরের বিরামপুরে চার কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরের দিকে উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার আখিঘটনা (বোরঙ্গা মোড়) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪৮), মৃত নজিমুদ্দিনের ছেলে একরামুল হক (৪৫) ও একই উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত তজিমুদ্দিনের ছেলে রইচ উদ্দীন বাবু (৩৫)।
ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে দেশমা বাজার এলাকা থেকে ওই তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় আকবর হোসেন নামে একজন কৌশলে পালিয়ে যান। গ্রেফতার তিনজনের কাছ থেকে চার কেজি গাঁজা এবং ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে গ্রেফতারদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।