ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর ব্যক্তিগত উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কুষ্টিয়া পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে গরীব, অসহায় ও দুস্থ ২’শতাধিক পরিবারের মাঝে করোনাকালীন ঈদ উপহার সামগ্রী (৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি পোলাও চাল, আধা কেজি কালাই ডাল, ৩ কেজি আলু, ১ কেজি সেমাই ও ১ কেজি চিনি) বিতরণ করা হয়েছে। গতকাল স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে এই ঈদ উপহার উক্ত মানুষগুলোর মাঝে প্রশান্তির হাসি নিয়ে আসে। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনাকালীন এই মহাদূর্যোগের সময় লকডাউন বাস্তবায়নে সবাইকে নিরাপদে থাকার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁনসহ অন্যান্য অফিসার ও ফোর্স।