মেডিকেলে চান্স পাওয়া মোঃ রিফাত আহমদের পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার

মেডিকেলে চান্স পেয়েও দারিদ্র্যতার কারণে অর্থের অভাবে ভর্তি হতে না পারা মোঃ রিফাত আহমদ এর পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। মোঃ রিফাত আহমদ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের একজন মেধাবী ছাত্র। এবারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তির সুযোগ পায় মেধাবী শিক্ষার্থী মোঃ রিফাত আহমদ কিন্তু ভর্তির টাকা যোগান দিতে না পারায় পরিবারটি হতাশ হয়ে পড়ে। উক্ত সংবাদের বিষয়ে জেলা পুলিশ মিডিয়া সেলের কর্মরত এটিএসআই/শেখ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিয়ে অফিসে আলোচনা করেন এবং তার সাথে যোগাযোগ অব্যাহত রাখেন। এমন পরিস্থিতিতে জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বরত এসআই/মোঃ জোবায়ের আরিফীন মানবিক কাজে এগিয়ে আসেন এবং অনুপ্রাণিত হয়ে মেধাবী ছাত্র রিফাত আহমদ এর ভর্তির টাকা সহায়তা করেন।
এ সময় মেধাবী শিক্ষার্থী রিফাত আহমদকে পঞ্চগড়ের পুলিশ সুপার এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।