করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ রোলকল অনুষ্ঠিত

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ মার্চ থেকে 'মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' শ্লোগানে দেশব্যাপী উদ্বুদ্ধকরণ সভা সফল করতে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ রোলকল নিয়েছেন জেলার এসপি খাইরুল আলম। শনিবার (২০ মার্চ) রাতে কুষ্টিয়া পুলিশ লাইন্সের টেনিস গ্রাউন্ডে বিশেষ রোলকল নেয়া হয়।
এ সময় কুষ্টিয়া জেলার এসপি খাইরুল আলম বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলাতেও আইজিপি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হবে। এ সভাকে সফল্যমন্ডিত করতে পুলিশের সকল সদস্যকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।বিগত দিনে করোনার দুর্যোগ কালে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে আপনারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে জনগনের কল্যানে নিয়োজিত ছিলেন। ঠিক সেভাবে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আবারো নবউদ্যমে জনগনের সেবায় আমরা নিজেদের উৎসর্গ করতে চাই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবেলায় সাফল্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম।
এসপি খাইরুল আলম বলেন, বর্তমানে আমরা আকস্মিকভাবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমাদেরকে করোনা সংক্রমণ মোকাবেলা করতে হবে। আবার, দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে হবে,সামাজিক দুরত্ব বজায় রেখে সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যেতে হবে।
এ সময় তিনি আরও বলেন,কুষ্টিয়া জেলার সকল ফোর্সদের ছুটি সহ যাবতীয় সকল প্রকার কল্যাণ নিশ্চিত করা হবে।সরকার দেশের কল্যানে আমাদের উপর যে দায়িত্ব অর্পন করেছেন,যতদিন প্রয়োজন আমরা আমাদের জীবন বাজি রেখে দেশের তরে প্রথম শ্রেনীর করোনা যোদ্ধা হিসেবে এ গুরুদায়িত্ব পালন করে যাব।করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে সাথে নিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে যা যা করা দরকার তা করতে আমরা সবসময় প্রস্তুত থাকবো।
এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।