শরীয়তপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও সনদ বিতরণ অনুষ্ঠিত

শনিবার দুপুর ৩:০০ টায় শরীয়তপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের জন্য ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোটিং, সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, জনাব মোঃ পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর পৌরসভা, সহ উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জনাব জাফর ওয়াজেদ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।