শিরোনাম

South east bank ad

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী নারীকে অর্থ সহায়তা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার

 প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী নারীকে অর্থ সহায়তা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার

গত রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ওই নারী সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
অদ্য ০৯ মার্চ ২০২১ইং তারিখ ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয় উক্ত নারীকে অর্থ সহায়তা প্রদান এবং পরবর্তী আইনগত সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: