মোহাম্মদ শহীদুল্লাহ পটুয়াখালীর নতুন পুলিশ সুপার

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে শহীদুল্লাহসহ ১২ জন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়।
এসপি শহীদুল্লাহ পুলিশের ২৪তম ব্যাচের মাধ্যমে এএসপি হিসেবে সিলেট জেলায় কর্ম জীবন শুরু করেন। এরপর র্যাবসহ দেশের নানা জায়গায় কর্মজীবন পার করে দীর্ঘ সময় ধরে সিএমপির এসি ট্রাফিক, এডিসি ডিবি, ডিসি ডিবি, ডিসি কাউন্টার টেররজিম, সর্বশেষ ডিসি ট্রাফিকের দায়িত্ব সামলে আসছেন। চট্টগ্রামের ফটিকছড়ির মেধাবী সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ চট্টগ্রাম কলেজ থেকে মেধার সাথে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে পুলিশ বাহিনীর ক্যাডার সার্ভিসে যোগ দেন।