শিরোনাম

South east bank ad

করোনা ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, মামলা তদন্ত ও সেবা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নীলফামারী জেলার পুলিশ কর্মকর্তাগণকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার 

 প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মোঙ্গলবার ২৮ জুলাই ২০২০ খ্রিঃ বিকাল ৫.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে করোনা ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, মামলা তদন্ত ও সেবা ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নীলফামারী জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। 116016624_2679268765683506_6245005798547426605_o 116043876_2679268725683510_7651580240445576304_o 116566164_2679269225683460_7414401709380289076_o পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মার্চ/২০২০, এপ্রিল/২০২০, মে/২০২০ ও জুন/২০২০ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সর্বমোট ৪৫ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি । বিশেষ করে করোনা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্ত সফলতার সাথে সম্পন্ন করা, গরু চোরাচালান রোধে বিশেষ ভূমিকা পালন, জাল নোট প্রস্তুত ও ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত অপরাধী চক্র গ্রেফতার, জেলার দরিদ্র কর্মজীবি কৃষিশ্রমিকদের জীবিকার সংস্থানের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষাপুর্বক বিভিন্ন জেলায় প্রেরণসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সবাইকে স্মরণ করিয়ে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় পুলিশের প্রতি মানুষের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে তা সবাইকে ধরে রাখতে হবে এবং জনগণের আস্থার জায়গা হিসাবে পুলিশকে প্রতিষ্ঠার জন্য নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোঃ রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার,ডোমার সার্কেল জয়ব্রত পাল, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আফজালুল ইসলাম, ওসি ডিবি কেএম আজমীরুজ্জামান, ডিআইও-১ মোঃ লাইছুর রহমান, টিআই ই মোঃ সেলিম আহম্মেদ, টিআই আবু নাহিদ পারভেজসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-সদস্য বৃন্দ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: