উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ইদ উপহার বিতরণ করলেন ডিআইজি হাবিবুর রহমান
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর উদ্যোগে গত ২৩ মে ২০২০ ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় বসবাসরত গ্রাম পুলিশ, বেদে, হিজড়া এবং মসজিদের ইমামসহ প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্যসামগ্রী ও ইদ উপহার বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।
কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক দিপু, ঢাকা জেলা উত্তরের ওসি-ডিবি আবুল বাসার, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক মো: রমজান আহাম্মেদ এবং অন্যন্যা বনিকসহ প্রমূখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলার অতিঃপুলিশ সুপার সাইদুর রহমান।


