চা শ্রমিক মৃত্যুর অভিযোগে শ্রমিকদের মাঝে উত্তেজনা ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

নুর উদ্দিন সুমন ( হবিগঞ্জ) : জেলার চুনারুঘাটে চানপুর চা- বাগানে চিকিৎসার অবহেলায় চা শ্রমিক সুজন তাতী (২৫) নামের এক শ্রমিক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত চা শ্রমিক সুজন চাঁনপুর বাগানের কুশ তাঁতীর ছেলে। চিকিৎসার অবহেলায় মৃতুর খবর চা-বাগানে ছড়িয়ে পড়লে চা-বাগান নেতৃবৃন্দ ও শ্রমিকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। শ্রমিকরা (১২ এপ্রিল) সোমবার দুপুরে চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ ও আন্দোলনের ডাক দেয় চাবাগান শ্রমিকরা। খবর পেয়ে মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ আন্দোলনরত শ্রমিকদের শান্তনা দেন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন। এসময় ২ দিনের চলমান আন্দোলন স্থগিত করেন চা শ্রমিকরা। এতে উপস্থিত ছিলেন চাঁনপুর চা বাগানের ম্যানেজার শামীম আহমেদ,আমু চা বাগানের ম্যানেজার রেজাউল করীম,নালুয়া চা বাগানের ম্যানেজার ইফতেখার এনাম, আওয়ামীলীগ নেতা রুমন ফরাজী, চা শ্রমিক নেতা স্বপন সাওতাল,নিপেন্দ্র মেম্বার,কাঞ্চন পাত্র,যুবরাজ ঝরা প্রমুখ। প্রসঙ্গত গত ১১ এপ্রিল দুপুর আড়াইটায় সুজন তাতী বুকে ব্যাথা নিয়ে চাঁনপুর চা বাগান হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসার অবহেলায় হাসপাতালেই তার মৃত্যু হয় এমন অভিযোগে ক্ষুব্দ হয়ে বিক্ষোভের ডাক দেয় শ্রমিকরা । খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো: আলী আশরাফ জানান পরিস্থিতি শান্ত রয়েছে সংশ্লিষ্টদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে ।