শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত সাংসদ শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধনা

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত সাংসদ শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধনা
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছেন শার্শা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শনিবার বিকালে শার্শা উপজেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়। সম্প্রতি শেখ আফিল উদ্দিন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত হওয়ায় প্রিয় জনপ্রতিনিধির প্রতি বুকভরা ভালোবাসা উজাড় করে দিতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য (ভিসি) প্রফেসর আব্দুস ছাত্তার, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইবাদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু জানান, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে কৃষি গবেষণা এবং কৃষি সম্প্রসারণসহ দেশের সামগ্রিক কৃষি খাতে বিশেষ অবদান রয়েছে শেখ আফিল উদ্দিন এমপির। উদাহরণ স্বরূপ তিনি বলেন, বিগত দিনে সোনামুখি বিলে জলাবদ্ধতার কারণে সেখানে ফসল আবাদ করতে পারতেন না চাষিরা। ২০১১ সালে শেখ আফিল উদ্দিন এমপি নিজস্ব উদ্যোগে আমড়াখালী খাল খননের পর সোনামুখি বিলে এখন আর বৃষ্টি হলেই পানি জমে না। যে কারণে সেখানকার জমিতে ধান ও পাটের আবাদ করছেন চাষিরা। এছাড়া মৎস্য চাষেও তার বিশেষ অবদান রয়েছে। এক্ষেত্রেও শেখ আফিল উদ্দিন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। স্থানীয় সূত্র জানায়, সংবর্ধনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। উপজেলা জুড়ে তোরণ, ব্যানার, বিলবোর্ড স্থাপনের পাশাপাশি নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বাদ্য বাজনার সাথে বেশ কয়েকদিন ধরে প্রচারণাও চালানো হয়েছে। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জানান, আজ তাদের যোগ্য ও প্রাণপ্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশের দিন। ৩৫ থেকে ৪০ হাজার মানুষ উপস্থিতি হয়ে শেখ আফিল উদ্দিন এমপিকে সংবর্ধনা দেয়া হলো। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি মানুষকে নানাভাবে উপকৃত করেছেন। কিন্তু জনপ্রিয় এ সংসদ সদস্যকে আমরা কিছুই দিতে পারিনি। তাই যোগ্য নেতাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার জন্যই গণসংবর্ধনার আয়োজন করা হয়। সূত্রে জানা গেছে, গণসংবর্ধনার অনুষ্ঠানটি যথাযথভাবে সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৌরসভাসহ মোট ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। সকলে ঐক্যবদ্ধভাবে অংশ নেয় সংবর্ধনা অনুষ্ঠানে। উপজেলাকে সাজানো হয়েছে অপরূপ সাজে। সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: