কুমিল্লার নতুন মেয়র আওয়ামী লীগের রিফাত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারে মতো কুমিল্লার নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী নৌকা প্রতীক নিয়ে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট।