প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নারী উন্নয়ন দৃশ্যমান: হুইপ ইকবালুর রহিম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে নারীর সে অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ পদক্ষেপ ও নেতৃত্বেই আজ নারী উন্নয়ন দৃশ্যমান।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বলেন, আগে নারীরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা সবক্ষেত্রেই এগিয়েছে। নারীরা এখন আর অবহেলিত নয়, স্বাবলম্বী। তারা পুরুষের মতোই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন ও কর্মসংস্থানে নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা আজ ঘরে বসে নেই। তারা বাইরে পুরুষের পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানমূলক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে নিয়োজিত।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক প্রমুখ।