শিরোনাম

South east bank ad

তৃতীয় লিঙ্গের করদাতাদের সামাজিক আত্তিকরণের লক্ষ্য : করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

২০২০-২১ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের করহার উল্লেখযোগ্যহারে কমানোর কারণে ২০২১-২২ অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতার জন্য বিদ্যমান এই করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। ব্যক্তি শ্রেণির করদাতার জন্য বিদ্যমান এই করহার তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্যও প্রযোজ্য ছিল।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য করমুক্ত আয়ের সীমা সাড়ে তিনলাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল। জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। এর আগে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে পেশ শুরু করেন।

তৃতীয় লিঙ্গের করদাতাদের সামাজিক আত্তিকরণের লক্ষ্যে বিশেষ বিধান চালুর পাশাপাশি তাদের করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করছি।

বর্তমান সরকার ব্যবসা সজহীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ব্যক্তিশ্রেণির ব্যবসায়ী করদাতাদের করদায় লাঘবে সরকার সদা তৎপর। এ লক্ষ্যে ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার করহার হ্রাস করে ০.২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: