শিরোনাম

South east bank ad

করোনার মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাড়ে ৪১ কোটি টাকা লাভ করেছে: নৌপ্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৪১ কোটি ৪৭ লাখ টাকা লাভ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ শিপিং করপোরেশন ভবনে অনলাইনে অনুষ্ঠিত বিএসসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রতিমন্ত্রী এ কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে স্থবির, সেখানে বিএসসি ২০১৯-২০ অর্থবছরে আয় করেছে প্রায় ৩২২ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে সংস্থার নিট মুনাফা হয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে একটি শক্তিশালী নৌ-বাণিজ্য সহায়ক পরিবহন নেটওয়ার্কয়ের ভিত গড়ে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়কে সরাসরি তার অধীনে রেখেছিলেন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক-নির্দেশনায় তার জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজনের ব্যবস্থা করেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শিপিং সেক্টরকে বিশ্বের যে জায়গায় নিতে চেয়েছিলেন; আমাদের দুর্ভাগ্য আমরা সে জায়গায় নিয়ে যেতে পারিনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিএসসিকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হব।’

‘বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বিএসসির উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে বিএসসির বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও ৬টি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।’

খালিদ মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া দেশের জ্বালানি সংকট নিরসনের জন্য সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কয়লা, এলএনজি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন ছাড়াও রাষ্ট্রীয় প্রয়োজন ও আর্থিকভাবে লাভজনক বিবেচনায় বিভিন্ন সাইজ ও ধরনের জাহাজ কেনার পরিকল্পনা নেয়া হয়েছে।’

অনলাইন সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির বক্তব্য দেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করা হয়।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: