তৃণমূল থেকেই মেধাবি ও দায়িত্বশীল খেলোয়ার সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তৃণমূল হতেই মেধাবি ও দায়িত্বশীল খেলোয়ার সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জেলা-উপজেলা পর্যায় নিয়মিত খেলাধুলা আয়োজন করা প্রয়োজন। বিদ্যালয় হতেই নানা প্রতিযোগিতার মাধ্যমে প্রতিশ্রুতিশীল খেলোয়ার অন্বেষণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৭/১২/২০২০) রাতে (রাত ৮.৩০) বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত “ ৪৯ তম বিজয় দিবস উদযাপন” উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, খেলাধুলায় শুটিং প্রথম আন্তর্জাতিক পুরুস্কার এনে দিলেও এর প্রসার কাঙ্ক্ষিত পর্যায় আসে নাই। বিভাগীয় ও জেলা পর্যায় শুটিং ক্লাব থাকা প্রয়োজন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, বলেছেন, খেলোয়ারদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা হবে। ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। জিমনেশিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
এসময় অন্যানের মাঝে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন –এর সভাপতি লে.জে. আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।