শিরোনাম

South east bank ad

ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের পর মাঠ পর্যায়ে সমস্যা থাকবে নাঃ ভূমিমন্ত্রী

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রবিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় ঠিক পথেই এগোচ্ছে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি ভূমি মন্ত্রণালয়কে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক মন্ত্রণালয় গঠন করে দেশের মানুষকে ভূমি সেবা প্রদানের যে স্বপ্ন দেখেছিলাম- মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পর আমার মনে হচ্ছে আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভূমি মন্ত্রণালয় ঠিক পথেই এগোচ্ছে।’

ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়া এবং তিনি ও তার দল জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’ অর্জন করায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘এখনো মাঠ পর্যায়ে যেসব সমস্যা আছে আমি আশা করি ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের পর তা থাকবে না। কেননা সিস্টেমই তখন অনিয়ম করতে দেবে না।’

এ সময় সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে অত্যন্ত দক্ষ সিভিল সার্ভিস অফিসার হিসেবে বর্ণনা করেন। তিনি সিনিয়র সচিব ও তার দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী এই পুরস্কারকে ভূমিমন্ত্রীর নেতৃত্বে ভূমি সেক্টরে কর্মরত সকলের অর্জন বলে জানান।

‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার বিজয়ী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দলের অন্যান্য সদস্যরা হলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, এটুআই প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান ও ভূমি সচিবের একান্ত সচিব মো. দৌলতুজ্জামান খাঁন।

অনলাইন খতিয়ান প্রদান ও ডিজিটাল রেকর্ড রুম তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: