দেশের দুর্গম এলাকায় টেলিমেডিসিন সেবা দিবে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’
বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসতে তুরস্কের দূতাবাস এবং বাংলাদেশের ব্লাডম্যান যৌথভাবে আয়োজন করেছেন ‘ট্যুর ফর স্যোসাল গুডস’। এই আয়োজনের পরামর্শে আইসিটি ডিভিশন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক অনলাইন ওয়েবিনারের মাধ্যমে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’ এর অনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান ও রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, গভর্নমেন্ট, ইন্ড্রাষ্টি ও একাডেমিয়ার মধ্যে পার্টনারশিপ না হলে কখনোই বাংলাদেশে স্টার্টআপ কালচার গড়ে উঠবে না। স্টার্টআপে ফাইনান্স করতে ঝুকি বেশি কারণ স্টার্টআপে ১০ শতাংশ সফল বাকি ৯০ শতাংশ সফলতা লাভ করতে পারে না। কিন্ত বিশ্বব্যাপী দেখা গেছে ১০ শতাংশ সফল স্টার্টআপ ৯০ শতাংশ ব্যর্থ স্টার্টআপের ক্ষতি পুষিয়ে দিচ্ছে।
‘ট্যুর ফর স্যোসাল গুডস’ এর মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেক এর মত ৬টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসা হবে।