শিরোনাম

South east bank ad

যে আইডিয়া নিয়ে কাজ করছি, সেটার উপর নিজেকে দক্ষ করে তোলা জরুরি: শিক্ষা উপমন্ত্রী

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

যে কোনো আইডিয়া একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন বিনিয়োগ। তবে কখন প্রফিট রিটার্ন আসবে সেটা চিন্তা করে বসে থাকা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১০ অক্টোবর) র‌্যাডিসন ব্লুতে স্ট্যার্টআপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইনকিউবেশন ফর এসপেয়ারিং টেকনোপ্রেনার্স অ্যান্ড ইনোভেটরস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল আরো বলেন, আমাদের মনে রাখা দরকার, যে আইডিয়া নিয়ে কাজ করছি, সেটার উপর নিজেকে আরও দক্ষ করে তোলা জরুরি। আইডিয়াগুলো নিয়ে কীভাবে কাজ করা যেতে পারে- সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিবিএ, আইসিটি এবং আইন বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, বর্তমান সময়ে স্টার্টআপের মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এতে করে চাকরির পেছনে না ঘুরে তরুণরা নিজেকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: