শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা, সেই স্বপ্ন পূরণ হয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে মঙ্গলবার বৃক্ষরোপণকালে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন এলাকায় বৃক্ষরোপণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা, সেই স্বপ্ন পূরণ হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন জাতীয় সংসদের সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে সারাদেশে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যা নতুন প্রজন্মকে এই কাজে উৎসাহিত করবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: